এয়ারটেল ১০ টাকায় ১ জিবি জেনে নিন কৈশল

img

এয়ারটেলে ইন্টারনেট আপনি খুবি সাশ্রয়ি মূল্যে পেয়ে যাবেন। এয়ারটেল অফার করে অন্য সব অপারেটরের চেয়ে দ্রুত ইন্টারনে। এয়ারটেল ১০ টাকায় ১ জিবি কৈশল আজকে আপনাদের বলব।

এয়াটেল এমন একটি অপারেটর যেটির নেট আসলেই আসাধারণ কাজ করে। খুবি দ্রুত আর প্রায় সব জায়গাতেই নেট পাওয়া যায় যার করণে এর নেটের ইউজার সংখ্যাও অনেক বেশী।

যেটা সচরাচর দেখা যায় সেটা হলো যেসব অপারেটরের নেট ভালো থাক সে সব অপারেটরের নেন কিনতে প্রতি পেকে ভালোই টাকা খরচ হয়।

আপনি এয়ারটেল ব্যতিত জিপি গ্রাহক হয়ে থাকলে GP To GP SMS PACK গুলো নিয়ে বিস্তারিত ভাবে জেনে আসতে পারেন। প্রতিটি জিপির এসএমএস অফশন সম্পর্কে বিস্তারিত ভাবে বলা হয়েছে।

তবে এয়ারটেল এমন একটা অপারেটর আপনি যাতে খুব অল্প মূল্যে ভালো একটা ইন্টারনেট প্যাক দিয়ে নিত পারবেন যুদিও তার মেয়াদতা একটু কম থাকে।

তবে হেভি ইউজারদের জন্য বিশেষ করে যারা সারাদিন ইউটিইব এবং ভিডিও নিয়ে পড়ে থাকেন তাদের জন্য এ অফার গুলো কিছুই না। তারা ১ জিবির মতো ইন্টারনেন মাত্র কয়েক ঘন্টায় উড়িয়ে দেয়। আর এয়ারটেল মূলত তাদেরই জন্য।

এয়াটেলে লোভনীয় সব কম্বো, বান্ডেল আর মিনিট প্যাক গুলো সম্পর্কে জানতে পড়ে আসুন

আজ আমরা আপনাদের সাথে এয়ারটেলে ১০ টাকয় ১ জিবি এ অফারটির কোড, শর্ত, এবং কারা নিতে পারবেন আর কারা নিতে পারবেন না তা বলব।

এয়ারটেল ১০ টাকায় ১ জিবি কোড

এয়ারটেল ১০ টাকায় ১ জিবি

শুরুতে আপনাদের সাথে আমি আপনাদের এ অফারটির কোডটি শেয়ার করলাম। আপনাদের কোড মুখস্থ করে বো কপি করে গিয়ে যায়েল প্যাকে পেস্ট করতে হবে না।

১০ টাকায় ১ জিবি কোড: *123*010#

airtel my offer জানতে ক্লিক করুন

আমি কোড লিংক করে দিয়েছি। আপনি এ ওয়েবসাইটে কোডটিতে ক্লিক করার সাথে সাথে আপনার ডিভাইসের ডায়েল প্যাডে চলে যাবেন।

আর শুধু ডায়েল বাটনে ক্লিক করে ডায়েল করে দিলেই আপনার অফারটি অন হয়ে যাবে। তবে কথা হচ্ছে কিছু শর্ত আছে যেগুলো বাহিরে ইউজাররা এ অফারটি উপভোগ করতে পারবে না।

কারা এ অফারটি পাবেন আর কারা পাবেন না

  • এ অফারটি প্রায় সব পিপ্রেইড গ্রহকরাই উপভোগ করতে পারবেন।
  • ইয়লা ইউজারা পেতেও পারেন আবারও নাও পেতে পারেন।
  • যত খুশি তবার নিতে পারবেন।
  • আপনি প্যাকটি একি দিনে ২ বার কিনলে মেয়াদ যোগ হবে। মেয়াদ একদিনই থেকে যাবে।
  • মেয়াদ ১ দিন মানে হলো ২৪ ঘন্টা। ২৪ ঘন্টা পর আপনি আপনার নেট আর ব্যবহার করতে পারবে না।

এরই মতো কিছু বিশেষ ইন্টারনেট প্যাক

জেনেনিন সল্প মূল্যে সেরা মোবাইলগুলো আজকের বাজারে

আসলে অল্পের মধ্যে বেশী সবসময় এয়ারটেলেই পাওয়া যায়। তার প্রমান আপনারা এখানে এ অফার গুলোর দিকে তাকালে বুঝতে পারবেন।

প্যাকের বিস্তান্তমূল্যকোডমেয়াদ
Get 1.5 GB + 0.5 GB Classroom 44 Taka *123*044#3 Days
 3 GB (2 GB + 1 GB 4G)59 Taka  *123*059# 3 Days
3 GB + 1 GB 4G64 Taka*123*064#4 Days
1 GB internet29 Taka*123*025# 3 Days
1 GB 4G22 Taka *123*022#3 days

১.৫ জিবি ইন্টারনেটের শর্ত

  • রিচার্জ (প্রিপেইড এবং পোস্টপেইড) এবং ইউএসএসডি (প্রিপেইড এবং পোস্টপেইড) এর মাধ্যমে ইন্টারনেট কেনা যাবে
  • ইন্টারনেট একটি 2G/3G/4G নেটওয়ার্কে ব্যবহার করা যেতে পারে।
  • এই প্যাকগুলিতে যে পরিষেবাগুলি ব্যবহার করা যেতে পারে: জুম/এমএস টিমস/স্কাইপ/গুগল মিট/গুগল ক্লাসরুম
  • ইন্টারনেট চেক করতে ডায়াল করুন *3#।
  • মূল ডেটা প্যাকের অব্যবহৃত ভলিউম যদি আপনি একই প্যাকটি বৈধতার মধ্যে ক্রয় করেন তাহলে তা বহন করা হবে।

৩ জিবি ইন্টারনেটের শর্ত

  • ইউএসএসডি (প্রিপেইড ও পোস্টপেইড) এবং রিচার্জ (প্রিপেইড) এর মাধ্যমে ইন্টারনেট কেনা যাবে।
  • ইন্টারনেট একটি 2G/3G/4G নেটওয়ার্কে ব্যবহার করা যেতে পারে।
  • ইন্টারনেট চেক করতে ডায়াল করুন *3#।
  • অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে *1# ডায়াল করুন।
  • প্রধান ডেটা প্যাকের অব্যবহৃত ভলিউম যদি আপনি একই প্যাকটি বৈধতার মধ্যে ক্রয় করেন তাহলে তা বহন করা হবে।

৪ জিবি ইন্টারনেটের শর্ত

  • ইউএসএসডি (প্রিপেইড ও পোস্টপেইড) এবং রিচার্জ (প্রিপেইড) এর মাধ্যমে ইন্টারনেট প্যাক কেনা যাবে।
  • 2G/3G/4G নেটওয়ার্কে ইন্টারনেট ভলিউম ব্যবহার করা যায়।
  • ইন্টারনেট প্যাক চেক *3#
  • ইউএসএসডি ডেটা প্যাকগুলি অটো-রিকারিং দিয়ে কেনা যায়
  • মূল ডেটা প্যাকের অব্যবহৃত ভলিউম যদি আপনি একই প্যাকটি বৈধতার মধ্যে ক্রয় করেন তাহলে তা বহন করা হবে।

১ জিবি ইন্টারনেটের শর্ত

  • ইউএসএসডি (প্রিপেইড/পোস্টপেইড) এবং রিচার্জ (প্রিপেইড) এর মাধ্যমে প্যাক কেনা যাবে।
  • ইন্টারনেট একটি 2G/3G/4G নেটওয়ার্কে ব্যবহার করা যেতে পারে।
  • ডাটা প্যাক চেক *3#
  • এই প্যাকটি যেকোন এয়ারটেল গ্রাহক কিনতে পারবেন।
  • মূল ডেটা প্যাকের অব্যবহৃত ভলিউম যদি আপনি একই প্যাকটি বৈধতার মধ্যে ক্রয় করেন তাহলে তা বহন করা হবে।

১ জিবি ৪জি ইন্টারনেটের শর্ত

  • ভ্যাট, এসসি এবং এসডি অন্তর্ভুক্ত।
  • সমস্ত প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকরা এই অফারটি উপভোগ করার যোগ্য।
  • শুধুমাত্র 4G নেটওয়ার্কের জন্য প্রযোজ্য।
  • রিচার্জ নেই। শুধুমাত্র ইউএসএসডি।
  • কোন স্বয়ংক্রিয় পুনর্নবীকরণ।
  • প্রচারাভিযানের সময় গ্রাহকরা যতবার চান ততবার উপভোগ করতে পারেন।
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *3#
  • মূল ডেটা প্যাকের অব্যবহৃত ভলিউম যদি আপনি একই প্যাকটি বৈধতার মধ্যে ক্রয় করেন তাহলে তা বহন করা হবে।

আরও কিছু নিয়ে পড়তে আমাদের পেইজের হোমপেজটি ঘুরে আসুন। আর জেনেনিন আপনার প্রয়োজনিয় বিষয়গুলো আরও পরিষ্কার ভাবে।

  • Facebook
  • Twitter
  • Linkedin
This div height required for enabling the sticky sidebar
Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views :