দোয়া আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ | চার কুল ফযিলত

পবিত্র কোরআছে আছে মোট ৩০টি পারা আর সূরা ১১৪টি। এই সবগুলো সূরার মধ্যে সবচেয়ে বড় সূরাটি হলো সূরা আল বাক্বারা। আর এ সূরাটির ২৫৫তম আয়াত হলো আয়াতুল কুরসি।
এ আয়াত সমগ্র কুরআনের সবচেয়ে বড় আয়াত। এ আয়াতটিতে ফুতে উঠেছে মহান আল্লাহর গুণগান আর শেষ্ঠত্ব আর তাই এ আয়াতির রয়েছে অতুলনিয় ফযিলত।
আয়াতুল কুরসি এর উপকারিতা

আয়াতুল কুরসি এবং চার কুল এর উপকারিতা জানতে আমাদের নিচে দেওয়া লেখাটি পড়ে দেখে নিতে পারেন। আমরা আমাদের এ লেখাটিতে চার কুল ও আয়াতুল কুরসি দোয়ার উপকারিতা লিখেছি আর আপনার চাইলে লেখাটি ডাউনলোডও করে নিতে পারবেন।
”চার কুল ও আয়াতুল কুরসি উপকারিতা”
আমরা আমাদের লেখার সাথে পিডিএফ ডাউনলোড লিয়কও দিয়ে দিয়েছি।
আয়াতুল কুরসি আরবি উচ্চারণ
اَللهُ لآ إِلهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ، لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَّلاَ نَوْمٌ، لَهُ مَا فِى السَّمَاوَاتِ وَمَا فِى الْأَرْضِ، مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ، يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيْطُوْنَ بِشَيْئٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَآءَ، وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ، وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَ هُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ-
আয়তুল কুরসি বাংলা উচ্চরণ
আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্কাইয়্যুম। লা তা’খুযুহু সিনাতুঁ ওয়ালা নাঊম। লাহূ মা ফিস্ সামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্বি। মান যাল্লাযী ইয়াশফাউ’ ই’ন্দাহূ ইল্লা বিইজনিহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফহুম, ওয়ালা ইউহিতূনা বিশাইয়্যিম্ মিন ‘ইলমিহি ইল্লা বিমা শা-আ’ ওয়াসিআ’ কুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়াউ’দুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল ‘আলিইয়্যুল আ’জিম।
(সূলা আল-বাক্বারা আয়াত-২৫৫)
আয়তুল কুরসি বাংলা অর্থ-
আল্লাহ, যিনি ব্যতীত কোন উপাস্য নেই। যিনি চিরন্জীব ও বিশ্বচরাচরের ধারক। কোন তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু তাঁর তারই মালিকানাধীন। মতার হুকুম ব্যতীত এমন কে আছে যে, তাঁর নিকটে সুফারিশ করতে পারে? তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে সবকিছুই তিনি জানেন। তার জ্ঞানসমুদ্র হতে তারা কিছুই আয়ও করতে পারে না, কেবল যতুটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতিত। তার কুরসি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে। আর সেগুলি তত্ত্বাবধান তাঁকে মোটেই শ্রান্ত করে না। তিনি সর্বোচ্চ ও মহান’।
আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ডাউনলোড
আয়াতুল কুরসি ডাউনলোড করার জন্য নিচের লিংকটি ব্যবহার করুন। নিচের লিংকটিতে ক্লিকরলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে।
আপনি চাইলে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন আবার ডাউনলোড না করে সরাসরি পিন্টও করিয়ে নিতে পারবেন।
তাছারা আপনি পেইজের একেবারে উপরে তিনটি আউকনের মধ্যে প্রথম আউকনটি যেটি ডাউনলোড আউকনের মতো সেটিতে ক্লিক করেও ডাউনলোড করে নিতে পারবেন।
আর নয়তো আমাদের সাইটে এসে এসে পড়ে নিতে পারবেন।
আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ভিডিও
আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ হাজার হাজার ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন। তবে যাতে আপনারা সরাসরি ভিডিও পেয়ে যেতে পারেন তাই আমি আমাদের সাইটে ভিডিও লিংক শেয়ার করে দিলাল।
আমি আপনাদের সাথে আমার পছন্দের চ্যানেল যে চ্যানেলের তেলায়াত আমি প্রায়শই শুনি সেই চ্যানের এর লিংক আমি আপনাদের প্রভাইড করলাম।
ভিডিওটি আমার তৈরি নয়। ভিডিওটি তৈরি করেছেন রুহুল আমিন। আমার উনার তেলায়াত ব্যাক্তিগত ভাবে খুবি ভালো লাগে। আপনারা চাইলে উনার চ্যানেল থেকে অন্যসব সূরার তেলায়াত শুনে নিতে পারবেন।
চার কুল বাংলা উচ্চারণ ও উপকারিতা
চার কুল সম্পর্কে পড়তে চার কুল বাংলা উচ্চারণ আরবি এবং এর ফযিলত জানতে আপনি আমাদের এ লেখাটি পড়ে নিতে পারে। এ লেখাটিতে আমরা চার কুল সম্পর্কে এর বাংলা উচ্চারণ এবং এর উপকারিতা নিয়ে লিখেছি।
”চার কুল ও আয়াতুল কুরসি এর উপকারিতা”
চার কুল ও আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ইসলামিক অ্যাপ
চার কুল, আয়াতুল কুরসি যে সূরা বা দোয়াই হোন না কেন সব আপনি এ অ্যাপটিতে পেয়ে যাবেন। শুধু এ অ্যাপটিই নায় এখন গুগল প্লে স্টোরে এমন হাজার হাজার অ্যাপ দেখতে পেয়ে যাবেন।
এমন ভালো ভালো অ্যাপ যে গুলোতে আপনি সম্পূর্ণ কোরআন পেয়ে যাবেন। তাও আবার ভয়েস উচ্চার (অডিও), বাংলাং লেখা উচ্চারণ যা দেখে আপনি পড়ে নিতে পারবেন এবং আরবি লেখা সবগুলোই পেয়ে যাবেন আর তাছার ফযিলত বা উপকারিতাও ধেখতে পেয়ে যাবেন।
আমি আপনাদের সাথে একটি অ্যাপ শেয়ার করবো। আপনারা চাইলে অন্য অ্যাপও ব্যবহার করতে পারবেন। তবে আমি এ অ্যাপটি ব্যবহার করেছি আর আমার খুব পছন্দের অ্যাপ এটি।
বাংলাতে কুরআন শিখতে এ অ্যাপটি:
ইংরেজিতে কুরআন শিখতে এ অ্যাপটি:
তাছারা আমাদে লেখা সেরা ইসলামিক বই, সেরা ইসলামিক পিকচার কপিরাইট ফ্রি, সেরা ইসলামিক অ্যাপ লেখাগুরোও পড়ে নিতে পারবেন।
আমাদের হোমপেজ থেকে আপনারা চাইলে আরও পড়ে নিতে পারবেন। কি করে একদম ফ্রিতে ওয়েবসাইট দ্বারা ইনকাম করবেন।
আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ছবি

আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ছবি আপনি চাইলে আপনার ডিভাইসে ডাউনলোড করে বা সেভ করে রেখে দিতে পারবেন।