গণিত সমাধান করে নাও এই অ্যাপগুলো দিয়ে
গণিত আনেক ছাত্রের জন্য একটা আতঙ্কের নাম। তবে কেমন হয় যুুদি এ আতঙ্ক আপনার কাছে আনন্দের করাণ হয়ে দাড়ায়। এ লেখা পড়ার পর আপনার জন্য গণিত হয়ে যাবে আপনার পছন্দের সাব্জেক্ট।
গণিত যে যেমনই বলুক আমার কাছে গণিত হলো সবচেয়ে পছন্দের সাব্জেক্ট। আপনার কাছে নাও হতে পারে। এখানে আমরা আপনাদের সামনে এমন কিছু অ্যাপ তুলে ধরবো যে অ্যাপগুলো ব্যবহার করে আপনি হয়ে যাবেন গণিতে জিনিয়াস। আর এর জন্য আপনার কোনো গাইডেরও প্রয়োজন হবে না।
তবে এখানে বলার বিষয় হলো আমি এখানে যে অ্যাপগুলোর কথা বলবো তাদের কোনোটাতেই বাংলা প্রগ্রাম করা নেই। সুতরাং আপনি বাংলায় লেখা গণিতের সমাধান নিতে পারবেন না।
আপনারা যে গণিত গুলোর সমাধান নিতে পারবেন তাদের মধ্যে কিছু বিশেষ মেথমেটিক হলো ইন্টিগ্রেশন এবং ডিফারেন্টশিয়েশণ। আর তাছারা এ গণিত সমাধানগুলোর সাথে আপনি অ্যাপটি থেকে এদের গ্রাফ কেমন হবে তাও দেখে নিতে পারবেন।
সুতরাং বুঝতেই পারছেন অ্যাপগুলো প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য কাজ করবে না। তবে আপনি যুুদি প্রাইমারি লেভেলের গণিত সমাধানের বা শেখার অ্যাপ খুজে থাকেন তবে আমাদের এ লেখাটি পড়ে নিতে পারবেন।
আমরা আমাদের এলেখায় প্রাইমারি গণিত শেখার কিছু আসাধারণ অ্যাপ নিয়ে লিখেছি।
Table of Contents
গণিত সমাধানের সেরা অ্যাপ
প্রথমেই আমি যে অ্যাপটির নাম বলবো সে অ্যাপটির নাম আনেকেই হয়তো বা শুনেছেন আবার অনেকেই হয়তোবা শুনেন নি। তবে অ্যাপটি অনেকটা সময় ধরে খুবি জনপ্রিয় আর গুগলের এডিটরস চয়েজেও তালিকা ভুক্ত হয়েছে আনেক বার।
অ্যাপটির নাম হলো Photomath. আমি আমার ছাত্র জীবনে অ্যাপটি ব্যবহার করেছি। অ্যাপটি আসলেই আনেক ভালো কাজ করে। আপনি আপনার ইন্টিগ্রেশন জনিত বা ক্যালকুলাস বা ডিফারেন্টশিয়েশন জনিত যে কোনো সমস্যার সমাধান এ অ্যাপটির মাধ্যমে নিয়ে নিতে পারবেন।
তবে আপনি ডাকের গণিতগুলো সমাধান এ অ্যাপগুলোর মাধ্যমে নিতে পারবেন না। তবে আমি শেষের দিকে একটি অ্যাপ সম্পর্কে আপনাদের বলবো যে অ্যাপটি থেকে আপনি ডাক জনিত গণিতের সমাধানও নিয়ে নিতে পারবেন।
তবে চলুন আমাদের আলোচনা শুরু করা যাক।
১. Photomath
ফটোমেথ অ্যাপটিতে যে মেথমেথিক্যাল সমস্যাগুলোর সমাধান দেওয়া হয় সে গুলো হলো:
- বেসিক মেথমেথিকস/প্রাক-বীজগণিত: এরিথমেটিক, ইন্টিজার, ফেক্টর, ডেসিমাল নাম্বার, পাওয়ার, রোট এবং ফেক্টর
- বীজগণিত: রৈখিক সমীকরণ/অসমতা, চতুর্ভুজ সমীকরণ, সমীকরণের সিস্টেম, লগারিদম, ফাংশন, ম্যাট্রিক্স, গ্রাফিং, বহুপদী
- ত্রিকোনামিতিক/প্রি ক্যালকুলাস: আইডেনন্টিটিস, কোনিক সেক্সন, ভেক্টরস, সিকোয়েন্স, এবং সিরিজ, লগারিদমিক ফাংশন
- ক্যালকুলাস: লিমিট, ডেরিভেটিবস, ইন্টিগ্রাল, কার্ভ স্কেটিং
- পরিসংখ্যান: সমন্বয়, ফ্যাক্টরিয়াল
সুধুমাত্র স্ক্যান করানোই যথেষ্ঠ আর সমাধান এসেযাবে। এ সমাধানের সাথে প্রত্যেকটি স্টেপ কোন লাইন কী ভাবে বা কোন সূত্র মেনে হলো তাও অ্যাপটি বলে দিবে। স্টেপগুলো বলে দিলেও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পয়েন্ট অ্যাপনি হাইড করবে।
কারণ তাদের একটা প্রিমিয়াম প্লেন আছে আপনাকে সেটা কিনতে হবে অ্যাপটির সম্পূর্ণ সুযোগ পেতে হলে। তবে এ অ্যাপটি আপনি একদম ফ্রিতে ইউজ করতে পারবেন।
এ অ্যাপটির পড়ে আমি যে অ্যাপটির কথা বলবো সে অ্যাপটির নাম হলো Microsoft Math Solver.
২. Microsoft Math Solver
আপনি মাইক্রোসফ্টের এ অ্যাপটি থেকে যে যে গণিতিক সমস্যার সমাধান করে নিতে পারবেন:
- প্রাথমিক: গাণিতিক, বাস্তব, জটিল সংখ্যা, LCM, GCD, ফেক্টর, রোমান সংখ্যা
- প্রাক-বীজগণিত: মৌলিক এবং সূচক, ভগ্নাংশ, ম্যাট্রিক্স, নির্ধারক
- বীজগণিত: চতুর্ভুজ এবং যুগপৎ সমীকরণ, অসমতা, যুক্তিসঙ্গত অভিব্যক্তি, রৈখিক, বহুপদী এবং সূচকীয় গ্রাফ
- ওয়ার্ড প্রব্লেম আন মেথমেথিক কনসেপ্ট, সংখ্যা তত্ত্ব, সম্ভাব্যতা, আয়তন, সারফেস এরিয়া বিষয়ে শব্দ সমস্যা
- মৌলিক ক্যালকুলাস: সমষ্টি, সীমা, ডেরিভেটিভস, ইন্টিগ্রাল
- পরিসংখ্যান: গড়, মধ্যমা, মোড, স্ট্যান্ডার্ড বিচ্যুতি, ক্রমবিন্যাস, সমন্বয়
এ অ্যাপটি মাইক্রোসফ্টেররি একটি পণ্য। আর মাইক্রোসফ্ট সম্পর্কে জানে না এমন ব্যাক্তি খুব কম আছে। তবুও এ অ্যাপটি নতুন বলো আনেগুলে বিষই অ্যাপটির ক্ষেত্রে মিসিং থাকতে পারে।
কিছু কিছু ক্ষেত্রে অ্যাপটির মধ্যে আপনি মেথ সমাধানের স্টেপগুলো মিসিং দেখতে পাবেন তবে সমাধান পেয়ে যাবেন। এখনও তাদের অ্যাপে আপডেট চলছে আর তাই এ সমস্যাগুলো দেখতে পাবেন।
৩. All Math formula
আপনি এ অ্যাপটি থেকে নিচের টপিক গুলোর উপর সূত্র পেয়ে যাবেন। কিছু কিছু সূত্র আপনি নাও পেতে পারেন তবে আপনি বেশির ভাগ সূত্র পেয়ে যাবেন যেগুলো আপনার গণিতিক সমস্যা গুলো সমাধানের জন্য যথেষ্ঠ।
- Algebra
- Geometry
- Analytical Geometry
- Derivation
- Integration
- Trigonometry
- Laplace transform
- Fourier
- Series
- Numerical methods
- Vector calculus
- Probability
- Beta Gamma
- Z – Transform
All Math formula একটা খুবি সাধারণ অ্যাপ। এর মাধ্যমে আপনি কোনো গণিতের সমাধান স্ক্যান করিয়ে বা টাইপ করে নিয়ে নিতে পারবেন না। কারণ এটা একটা গণিতের সূত্রের কালেকশন এর একটি অ্যাপ।
৪. MalMath: Step by step solver
অ্যাপটিতে আপনি যে গণিত গুলোর সমাধান করে নিতে পারবেন:
- Integrals
- Derivatives
- Limits
- Trigonometry
- Logarithms
- Equations
- Algebra
এখানে একটা কথা হলো আপানাকে অ্যাপটিতে টাইপ করে আপনার সমস্যা সামাধান নিতে হবে। আর আপনি এখানে স্ক্যান করারও সুয়োগ পেয়ে যাবেন। তবে স্খ্যান করার প্রগ্রাম নিজের ডিভাইসে পেতে হলে আপনাকে প্লেন কিনে নিতে হবে।
৫. WolframAlpha
WolframAlpha অ্যাপ গুগল প্লে স্টোরে আছে কিন্তু আপনাকে অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে টাকা টিয়ে কিনে নিতে হবে। কিন্তু আপনার WolframAlpha এর ওয়েবসাইটটি একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
আর WolframAlpha ওয়েবসাইটে আপনার আনেকগুলে টপিকগুলোর উপর আপনাদের মেথমেথিক সমস্যার সমাধান নিয়ে নিতে পারবেন।
WolframAlpha ওয়েবসাইটটি ইউজ করার জন্য আপনাকে কোনো প্রকার একাউন্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি কোনো প্রকার একাউন্ট করা ছারাই এ ওয়েবসাইটটি ইউজ করে নিতে পারবেন।
আরও কিছু পড়ুন আপনার পছন্দের
আপনি যুদি ইংরেজি শেখার অ্যাপ খুজে থাকোন বা ইংরেজি গ্রামার শেখার অ্যাপ তবে আপনি আমাদের এ লেখাটি পড়ে নিতে পারবেন। আমাদের এ লেখাটিতে আমরা বলেছি ৫টি এমন সব এডিটরস চয়েজে থাকা ইংরেজি শেখার অ্যাপ নিয়ে যেগুলো যেগুলি ব্যাবহার করা যেমন সহজ আর এর শেখানের কৈশলগুলোও তেমন অসাধারণ।
কিছু কিছু অ্যাপতো এতটাই জনপ্রিয়ে যে বিভিন্ন জার্নালসেও ইংরেজি শেখার সেরা অ্যাপ হিসেবে তালিকা ভুক্ত হয়ে আছে এগুলো।
আর তাছারা মজার বিষয় হলো অ্যাপগুলোর মধ্যে যে অ্যাপটি সবচেয়ে বেশী রেটেড এবং যেটির কথা জার্নালসগুলো এখনও আসে যেটিকে আমরা আমাদের তালিকার প্রথমে রেখেটি সে অ্যাপটি বৈজ্ঞানিক পদ্বতি ব্যবহারার করে ইংরেজি শিখিয়ে থাকে।
আর্টিকেলটি পড়ার জন্য আমাদের লিংটি ভিজিট করুন।
আর যুদি আপনি ইংরেজি ডিকশনারি অ্যাপগুলো খোজ করে থাকেন তবে আমাদের এ অ্যার্টিকেলটি পড়ে নিতে পারেন আর জেনে নিতে পারবেন এমন জনপ্রিয় ৫টি ডিকশনারি অ্যাপের কথা যে গুলো আপনাকে যেমন আপনার দেওয়া শব্দের জবাব দেবে তেমনি আপার অ্যাপটির বিপরিতার্থক এবং সমর্থক সকল শব্দ তুলে ধরবে।
আর তাছারা উচ্চারণ করে দেওয়ার প্রগ্যামও এড করা আছে। কোনটি ভার্ব, কোনটি এডভার্ব, কোনটি এডজেকটিভ তাও আপনাকে অ্যাপগুলে চিহ্নিত করে দিবে।
অ্যাপগুলোর তালিকা দেখার জন্য ভিজিট করুন সেরা ডিকশনারি অ্যাপগুলোর উপর লেখা আমাদের আর্টিকেলটি।
এছারাও আমাদের সাইটে আপনারা ফ্রিল্যান্সিং এর উপর লেখা আর্টিকেগুলোও পেয়ে যাবেন। যেগুলোতে আমরা বলেছি সেরা কোর্সগুলোর সম্পর্কে আর ফ্রিতে এবং পেইড পাওয়া বাছাইকৃত কোর্সগুলোর সম্পর্কে।