এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠানোর নিয়ম

এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি শেয়ার আসলে খুবি সাধারণ বিষয়। এটি আপনি আপনার হটসপট অপেন করে বা সিম থেকে সিমে এমবি ট্রান্সফার। আমরা এ দুটি পদ্বতি নিয়েই আলোচনা করবো।
তবে কোনো সিম ইউজাররা কোন পদ্বতি ইউজ করে এমবি ট্রান্সফার করবেন তা অনেকেই জানে না। আর এ সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন অকার্যকরি কোড শেয়ার করে চলেছে অনেকেই।
কিছু কিছু কোড খারাপ উদ্দেশ্যে অনেকে শেয়ার করছে। আবার অনেকে না জেনে সত্যায়িত না করে শুধু শেয়ার করে দিচ্ছে। যুদিও এ কোডগুলোর অনেকগুলোই কাজ করে তবে এগুলো অবৈধ।
আর তাই আজ আমরা জানবো কোন সিম অপারেটর এমবি শেয়ার করার জন্য বৈধ পদ্বতি গুলো কী অফার করে।
রবি এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি
এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠাতে রবি ইউজাররা *8444# ডায়েল যাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন তাদের রবি নাম্বার লিখে একটি গ্রুপ তৈরি করে নিন। যে এমবি প্যাকেজ শেয়ার করতে ইচ্ছুক তার কোড ডায়েল করে কেনে নিন।
আপনার কাছথেকে তারা সুধু আপনার কেনা প্যাকেজটির মূল্য নিবে গ্রুপ তৈরির জন্য কোনো চার্জ কাটবে না।
এর জন্য আপনাকে একটি কথা মাথায় রাখতে হবে আপনাকে আগে আপনার গ্রুপ তৈরি করতে হবে এবং আপনাকে বাছাই করতে হবে আপনি কোন অফারটি কিনবেন শেয়ার করার জন্য।
আর আপনি যে অফারটি কিনবেন সেটির টাকা আপনার মোবাইল থেকে কেটে নেওয়া হবে। সে জন্য পযাপ্ত পরিমান টাকা আপনার একাউন্টে আপনি রেখে দিবেন।
শেয়ার মাই নেট অফার এ অফারটি আপনি চারটি ইন্টানেট প্যাকেজ এর মাধ্যমে শেয়ার করতে পারবেন। প্যাকেজ গুলো হলো
- ৩০০ এমবি
- ২ জিবি
- ৫ জিবি
- ১০ জিবি
পেকেজ গুলি শেয়ার করার জন্য আপনাকে প্যাকেজ গুলোর জন্য নির্ধারিত করা কোড গুলি ডায়েল করতে হবে। আমি একে একে আপনাদের সাথে সবগুলি কোডই শেয়ার করবো।
মোবাইল রেডিয়েশন থেকে বাচার উপায় জেনে রাখুন
৭ দিন মেয়াদি ৩০০ এমবি ৩৩টাকা এ প্যাকেজটির জন্য আপনাকে এ কোডটি ডায়েল করতে হবে *8444*30033# । এমবি প্যাকটি কেনা হয়ে গেলে আপনার বন্ধুরাও এ প্যাকটি ইউজ করতে পারবে।
৩০ দিন মেয়াদি ২ জিবি ৩৯৯ টাকা এ অফারটি কিনে বন্ধুদের সাথে শেয়ার করতে *8444*01300# কোডটি ডায়েল করবেন। আপনি চাইলে মেম্বার এড বা রিমুভ করতে পারবেন যখন তখন।
৩০ দিন মেয়াটি ৫জিবি যার মূল্য ৫৯৯ টাকা এ প্যাকটি কেনার জন্য আপনাকে *8444*05999# এ কোডটি ডায়েল করতে হবে।
৩০ দিন মেয়াদি ১০ জিবি ১২৯৯ টাকা কিনতে আপনাকে *8444*101499# কোডটি ডায়েল করতে হবে।

আপনারা চাইলে মাই রবি অ্যাপ দিয়েও কিনে নিতে পারবেন আর শেয়ার করে নিতে পারবেন
এয়ারটেল জিপি এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি

এয়াটেল তেকে এমবি শেয়ার কার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন মাই এয়ারটেল অ্যাপ। আসলে অন্য অপারেটর গুলোর অ্যাপগুলো ততটা জনপ্রিয়তা না পেলেও মাই এয়ারটেল অ্যাপ অনেকটাই জনপ্রিয়তা পেয়েছে।
আর তাছোরা এয়ারটেল অ্যাপে এমন কিছু ফিচার আছে যে গুলো অন্য কোনো অ্যাপে দেখা যায় না।
আমি এয়ারটেলের জন্য আলাদা করে কোনো কোড বললামন না। কারণ আপনারা এয়ারটেল অ্যাপ এর মাধ্যমে খুব সহজেই আপনার বন্ধুদের এমবি শেয়ার করে দিতে পারবেন।
এয়ারটেলে ১ জিবি মাত্র ১০ টাকা জেনেনিন আর আজই কিনে নিন
জিপি এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি
জিপি সিম থেকে জিপি সিমে এমবি ট্রান্সফার করা যায় আটি করার যায় তিনটি পদ্বতি অবলম্বন করে। আর সেই তিনটি পদ্বতি হলো:
- ম্যাসেজ এর মাধ্যমে।
- কোড ডায়েল এর মাধ্যমে।
- মাইজিপি অ্যাপ এর মাধ্যমে।
মেসেজ এর মাধ্যমে জিপি সিম এমবি শেয়ার
জিপি থেকে জিপি নাম্বারে এমবি ট্রান্সফার করারর ক্ষেত্রে জিপি তার ইউজারদের জন্য ৪টি প্যাক এলাউ করে আর সে প্যাকগুলো হলো:
- ৪ এমবি
- ৭৫ এমবি
- ২৫০ এমবি
- ২৯৯ এমবি
- ১ জিবি
এমবি গুলো যে কোনো একটি প্যাকেজ আপনার বন্ধুকে পাঠানোর জন্য বা শেয়ার করার জন্য বাছাই করবেন তা আপনার বন্ধু জিপি নাম্বারে পাঠানোর জন্য আপনাকে একটি এসএমএস লেখতে হবে।
igift <স্পেস>যে এমবি প্যাকটি পাঠাবনে তার এমাউন্ট MB <স্পেস> 017******** (যাকে পাঠাবেন বা শেয়ার করবেন তার ফোন নম্বর) <স্পেস> আপনার নাম
যেমন ১ জিবি কাউকে পাঠাতে আপনি লিখবেন,
igift 1GB 017******** Mahir
আর সেন্ড করে দিবেন 5000 নাম্বারে।
আপনার একাউন্ট থেকে এমবির মূল্য সহ ২ টাকা বেশী কাটা হবে। আর আপনি এমএমএস পাঠানোর পর একটি কনফরমেশন কোড পাবেন।
কোড ডায়েল এর মাধ্যমে জিপি সিম এমবি শেয়ার
১০ এমবি আপনার বন্ধুকে পাঠাতে বা শেয়ার করতে আপনাকে এই কোডটি লিখতে হবে *141*712*11*রিসিভার মোবাইল নম্বর # ।
এয়ারটেলে মিনিট প্যাক কেনার পদ্বতি জানুন আর দেখে নিন আকর্ষনিয় কিছু অফার
২৫ এমবি আপনার বন্ধুকে পাঠাতে বা শেয়ার করতে আপনাকে এই কোডটি লিখতে হবে, ডায়াল *141*712*9*রিসিভারের মোবাইল নম্বর# ।
পরিশেষে ৬০ এমবি আপনার বন্ধুকে পাঠাতে বা শেয়ার করতে আপনাকে এ কোডটি ডায়েল করতে হবে *141*712*4*রিসিভারের মোবাইল নম্বর# ।
যেমন আপনি আপনার বন্ধুকে ২৫ এমবি পাঠাবেন তবে আপনি আপনার ফোনের ডায়েল প্যাডে গিয়ে লিখবেন:
*141*712*9* 017*******#
আর ডায়েল বাটনে ক্লিক করে দিবেন।
মাই জিপি অ্যাপ এর মাধ্যমে জিপি সিম এমবি শেয়ার

মাই জিপি অ্যাপ দিয়ে এমবি শেয়ার আসলে আরও সহজ। কারণ এখানে আপনাকে এসএমএস এ যে টাকা ফি হিসেবে কেটে নিতো তা আর কাটবেনা।
তার উপর আবার আপনাকে কোনো কোড ডায়েল করতে হবে না। আপনি শুধু অ্যাপটি অপেন করে আপনার বন্ধুকে পাঠানোর জন্য প্যাকটি বাছাই করে নিবেন।
এর জন্য আপনার ফোনটিতে মাই জিপি অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। আর যুদি থেকে থাকে তবে অ্যাপটি অপেন করে নিন।
Offer and packages
এ অপশনটি খুজে দেখতে পাবেন এ অপশনটির ভিতরেই গিফ্ট প্যাক নামক একটি আইকন দেখতে পাবেন। এটিতে ক্লিক করে। আপনি আপনার পছন্দের প্যাকটি কিনে নিজের বন্ধুর নাম্বারে পাঠিয়ে দিতে পারবেন।
আপনি আপনার বন্ধুন নাম্বার আপনার কন্টেক্ট নাম্বার থেকেও বাছাই করে নিতে পারবেন আবার নিজে লেখেও নিতে পারবেন।
বাংলালিংক এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি
বাংলালিংক থেকে বাংলারিংকে এমবি ট্রান্সফার করার জন্য আপনাকে অবশ্যই প্লে প্যাকেজের আওতায় আসতে হবে।
আপনি যুদি আগে থেকেই প্লে প্যাকেজের আওতায় থেকে থাকেন তবে আপনাকে আর কিছু করতে হবে না। তবে আপনি যুদি প্লে প্যাকেজ ইউজার না হয়ে থাকেন তবে আপনি আপনার ফোন থেকে এসএমএস অপশনে গিয়ে P লিখে 9999 নাম্বারে সেন্ড করে দিলেই আপনি হয়ে যাবেন প্লে প্যাকেজ ইউজার।
এখন এখানে আরেকটি কথা হলো আপনি যাকে এমবি শেয়ার করতে চাচ্ছেন তাকেও প্লে প্যাকেজ ইউজার হতে হবে। নয়তো কোনো কাজ হবে না।
বাংলালিংকে ৫ এমবি শেয়ার করার জন্য আপনাকে *132*15* যে নাম্বারে এম্বি পাঠাবেন তার নাম্বার # ।
ধরুন আপনি আপনার আপনার বন্ধু যার বাংলালিংক মোবাইল নাম্বার 019******* তাকে এমবি শেয়ার করবেন। তখন আপনি আপনার ফোনটির ডায়েল প্যাডে গিয়ে লিখবেন:
*132*15*019*******# আর তার পর ডায়েল করে দিলেই এমবি সেন্ড হয়ে যাবে।
আপনি এমবির ব্যবহার জানতে পারবেন *222*3# ডায়েল করে।
আর তাছার আপনি চাইলে মাই বিএল অ্যাপ এর মাধ্যমেও এ এমবি শেয়ারের কাজটি করে নিতে পারবেন।