ইনফিনিক্স মোবাইল দাম কত বাংলাদেশের বাজারে

ইনফিনিক্স মোবাইল দাম কত বাংলাদেশের বাজারে আর সল্প বাজেটের মধ্যে কোনগুলি সেরা বা রেগুলার গেইমিং ফোন হিসেবে ব্যবহার করতে পারবেন এবং ফিচারগুলো জেনে নিন।
বাজারে অনেক ধরনের মোবাইল ফোন কম্পানি আছে তাদের মধ্যে কিছু খুবি বিখ্যাত হলো স্যামস্যাং, শাওমি, এপেল, অপ্প আরও অনেক মোবাইল ফোন কম্পানি।
তবে সল্প বাজেটের দিক দিয়ে চিন্তা করলে আপনাকে এ ফোন গুলোর সপ্ন দেখাও ছেরে দিতে হবে। কারন এদে প্রত্যেকটির একটি ভালো মানের মোবাইলের মিনিমাম বাজেট হলো ১০ হাজার এর উপরে।
তবে আপনি যদি ১০ হাজারের নিচে কোনো ভালো মানের ফোন খুজে থাকেন তবে আপনাকে ছোট কম্পানিগুলোর দিকে এগুতে হবে।
তবে এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন কম্পানির মোবাইলের দিকে মনোযোগ দিবেন?
এখন বলতে গেলে বাজারে অনেক ছোট ছোট মোবাইল কম্পানি তাদের ডিভাইস গুলো নিয়ে হাজির হয়েছে। তাই যাতে আপনার সিধান্ত নিতে সহজ হয় এই আর্টিকেলটি লেখা।
বুঝেনিন আপনার নতুন ফোনটিতে ইউজ করার জন্য আসাধারণ কিছু মেসেন্জার অ্যাপ
ইনফিনিক্স মোবাইল সম্পর্কিত কিছু কথা

ইনফিনিক্স তাদের যাত্রা শুরু করে ২০১৩ সালে আর তারা ২০১৩ সাল থেকে বাজারে ছারতে থাকে বিভিন্ন মোবাইল ফোন।
ইনফিনিক্স মেনিফেক্টরিং সেন্টার হলো হংকং যেটা চীনের একটি শহর।
ইনফিনিক্স সল্পবাজটের মধ্যে খুব ভালো ভালো ফিচার ওয়ালা ত্রন্ড্রোয়েড ডিভাইস অফার করে। আর তাই আপনার বাজেট যুদি হয় ১০ হাজারের মধ্যে তবে আপনি ইনফিনিক্সকে বিবেচনা করে দেখতে পারবেন।
৫ থেকে ১০ হাজারের বাজেটে ইনফিনিক্স মোবাইল
চিনেনিন আপনার ইউটিউব ভিডিও মেক করার জন্য সেরা ফ্রি ওয়াটারমার্কবিহীন মোবাইল ভিডিও এডিটর সম্পর্কে
৫ থেকে ১০ হাজারের মধ্যে ইনফিনিক্স এর মোবাইলের মূল্য চার্ট আপনাদের সামনে তুলে ধরলাম:
মডেলের নাম মূল্য Ram/Rom infinix hot 10 play 9990 3/32 infinix hot 10 play 10490 4/64 infinix smart HD 2021 6990 2/35 infinix smart 5 8490 2/32 infinix smart 5 9490 3/64 infinix hot 9 play 7990 2/32 infinix hot 9 play 9990 4/64 infinix smart 4 8490 2/32 infinix smart 3 plus 9490 3/32
এ ডিভাইস গুলোর মধ্যে প্রায় ধরতে গেলে সবগুলোই ফাস্ট চার্জিং। আর এদের সবকটি ডিভাইসই মিনিমাল নচস্কিন। গেম খেলার খেত্রেও এরা ভালো পারফরমেন্স দেয়।
এদের এন্ড্রোয়েড ১০ দেওয়া হয়েছে যার কারণে আপনি প্লে স্টোরের ভিবিন্ন ধরনের অ্যাপ এ ফোনগুলোতে রান করাতে পারবেন।
সবগুলোর ক্যামেরাই ৫ মেগাপিক্সেলের উপরে।
তবে হেবি গেইমিং করাতে এ ডিভাইসগুলো একটু লেগ করতে পারে কারণ এদের প্রসেসর ২ গেগাহার্জ এর চেয়ে বেশী নয় আবার কিছু প্রসেসর ১.৫ গেগাহার্জ এর নিচে। আর তাছার এ ডিভাইগুলোর ক্যামেরাও খুব ভালো ধরনের।
এখনকার কিছু লেটেস্ট ইনফিনিক্স স্মার্টফোন

Infinix Hot 10S ✭
৳12,990 4/128 GB
৳14,990 6/128 GB
ফিচারের নাম ফিচার ডিসক্রিপশন ডিসপ্লে সাইজ 6.82 inches কেমেরা রেজুলুশন Triple 48+2 Megapixel + AI ফন্ট ক্যামেরা 8 Megapixel ওজন Lithium-polymer 6000 mAh (non-removable) ব্যাটারি কেপাসিটি ✅ 10W Fast Battery Charging ফাস্ট চার্জিং Android 11 (XOS 7.6) অপারের্টি সিস্টেম Android 11 (XOS 7.6) রেম 4 GB রোম 128 GB (eMMC 5.1) প্রসেসর Octa-core, up to 2.0 GHz ফিঙ্গারপিন্ট সেন্সর

Infinix Hot 10 Play ✭
৳9,990 3/32 GB
৳10,490 4/64 GB
ফিচারের নাম ফিচার ডিসক্রিপশন ডিসপ্লে সাইজ 6.82 inches কেমেরা রেজুলুশন Dual 13 Megapixel main camera বেক ক্যামেরা 8 Megapixel ব্যাটারি কেপাসিটি Lithium-polymer 6000 mAh (non-removable) ফাস্ট চার্জিং ✅ 10W Fast Battery Charging ওজন 207 grams অপারের্টি সিস্টেম Android 10 Go Edition (XOS 7) রেম 4 GB রোম 64 GB (eMMC 5.1) প্রসেসর Octa-core, up to 2.0 GHz ফিঙ্গারপিন্ট সেন্সর yes

Infinix Note 8i ✭
৳14,990 6/128 GB
ফিচারের নাম ফিচার ডিসক্রিপশন ডিসপ্লে সাইজ 6.78 inches কেমেরা রেজুলুশন Quad 48+2+2+2Megapixel ফন্ট ক্যামেরা 8 Megapixel ব্যাটারি কেপাসিটি Lithium-polymer 5200 mAh (nonremovable) ফাস্ট চার্জিং ✅ 18W Fast Charging অপারের্টি সিস্টেম Android 10 (XOS 7.1) রেম 6 GB রোম 128 GB প্রসেসর Octa-core, up to 2.0 GHz ফিঙ্গারপিন্ট সেন্সর yes ওজন –

Infinix Hot 10 ✭
৳12,990
ফিচারের নাম ফিচার ডিসক্রিপশন ডিসপ্লে সাইজ 6.78 inches কেমেরা রেজুলুশন Quad 16+2+2 Megapixel +AI Lens ফন্ট ক্যামেরা 8 Megapixel ব্যাটারি কেপাসিটি Lithium-polymer 5200 mAh (non-removable) ফাস্ট চার্জিং ✅ 10W Fast Battery Charging অপারের্টি সিস্টেম Android 10 (XOS 6) রেম 3 / 4 / 6 GB রোম 64 / 128 GB (eMMC 5.1) প্রসেসর Octa-core, up to 2.0 GHz ফিঙ্গারপিন্ট সেন্সর yes ওজন 195 grams

Infinix Note 7 ✭
৳15,990 4/128 GB
ফিচারের নাম ফিচার ডিসক্রিপশন ডিসপ্লে সাইজ 6.95 inches কেমেরা রেজুলুশন Quad48+2+2+2Megapixel ফন্ট ক্যামেরা 16 Megapixel ব্যাটারি কেপাসিটি Lithium-polymer 5000 mAh (non-removable) ফাস্ট চার্জিং ✅ 18W Fast Battery Charging অপারের্টি সিস্টেম Android 10 (XOS 6) রেম 4 / 6 GB রোম 64 / 128 GB প্রসেসর Octa-core, up to 2.0 GHz ফিঙ্গারপিন্ট সেন্সর yes ওজন 206 grams

Infinix S5 ✭
৳13,490
ফিচারের নাম ফিচার ডিসক্রিপশন ডিসপ্লে সাইজ 6.6 inches কেমেরা রেজুলুশন Quad 16+5+2 Megapixel + AI Lens ফন্ট ক্যামেরা 32 Megapixel ব্যাটারি কেপাসিটি Lithium-polymer 4000 mAh (non-removable) ফাস্ট চার্জিং ✅ 10W Fast Battery Charging অপারের্টি সিস্টেম Android Pie v9.0 (XOS 5.0) রেম 4 GB রোম 64 GB প্রসেসর Octa-core, 2.0 GHz ফিঙ্গারপিন্ট সেন্সর yes ওজন 178 grams