সেরা ৬টি ফ্রিল্যান্সিং শেখার বই

img

ফ্রিল্যান্সিং শেখার বই কী ভাবে ডাউনলোড করবেন? ফ্রি পাওয়া বই গুলোর মধ্যে ভালো কোনটি কী ভাবে বাছাই করবেন? কোন ধরণের পেশন এর উপর ফ্রিলান্সিং বই ডাউনলোড করে শিখবেন? আজকে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করবো।

বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বাড়তে থাকা কমিউনিটি হলো ফ্রিলান্সিং কমিউনিটি। বাংলাদেশ একটি বিশাল জনসংখ্যার ছোট দেশ। আর এ দেশের এত বিশাল শিক্ষিত যুবসমাজের প্রত্যেককে চাকরি দেওয়াটা সম্ভব না। তবে বাংলাদেশ সেল্ফ ইম্পুইমেন্ট নামের একটা প্রকল্প শুরু করে এদের জন্য। কিন্তু শেষ পযন্ত তাও এ বেকারত্ব মেটাতে ব্যার্থ হয়।

পরবর্তিতে একটা ধারণা আসে যার নাম ফ্রিল্যান্সিং সাথে আরেকটা ধারণা আসে যার নাম আউটসোরর্সিং। তবে দুটি কিছু কিছু মানুষ এক করে ফেললেও দুটি একেবারে ভিন্ন ধারণা।

সবচেয়ে বেশী যেটার দিকে মানুষ বেশী আগ্রসর হয় সেটি হলো ফ্রিলান্সিং। আর বাংলাদেশের শিক্ষিত যুবকেরা নিজেদেরকে সম্পদের পরিণত করে তুলে। শুধু যুবকেরাই না শিক্ষিত যুবতিরাও এখন ফ্রিলান্সিং এর মাধ্যমে আয় করে চলেছে মাসে লাখ লাখ টাকা আর নিজের পরিবারকেও আর্থিক দিক দিয়ে সাপোর্ট করে চলেছে।

একজন ফ্রিলান্সারের জন্য সে মাসে কট টাকা ইনকাম করবে তা নির্ভর করে তার করা কাজের পরি মাপের উপর। যত বেশী কাজ তত বেশী ইনকাম।

একজন ফ্রিলান্সার হবার ক্ষেত্রে অগুণিত পেশন থাকে যেমন গ্রাফিক ডিজাইনার হিসেবে, ওয়েব ডেবোলপার হিসেবে, ইথিক্যাল হ্যাকার হিসেবে, 3d ডিজাইনার হিসেবে, কন্টেন্ট রাইটার হিসেবে আরও অনেক। যেটাতে আপার আগ্রহ আপনি সেটাই বাছাই করে নিতে পারবেন।

তবে এ সিদ্ধান্ত খুব সহজেই নিতে চাইলে আপনি সহজ ফ্রিলান্সিং নিয়ে লেখা mybdblog .com ব্লগটি পড়ে দেখতে পারেন। যেখালে সবচেয়ে ডিমান্ডেড আর প্রতিনিয়ত কাজ আসতে থাকে এমন প্রফেশন সাম্পর্কে বলা হয়েছে।

তো আমারা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। ফ্রিল্যান্সিং শেখার বই ডাউনলোড বাছাইকৃত ১০ টি বই।

Table of Contents

ফ্রিল্যান্সিং শেখার বই বই ডাউনলোড

ফ্রিল্যান্সিং শেখার বই বর্তমান সময়ের হিসাব ধরলে অনেক। তবে ইংরেজি বই গুলো তুলনায় বাংলা বই সংখ্যায় অনেক কম। তবে সেই কম সম্ভার থেকেই আমরা বাছাই করে এনেছি কতগুলো সেরা বই যে গুলো সত্যিই আপনার ভিষণ কাজে আসবে। আমার দেখানো সবগুলো বইই আপনাকে টাকাদিয়ে কিনতে হবে।

আমি এখানে প্রত্যেকটি বই এর লিংক এদের শেষের দিকে দিয়ে দিয়েছি। একটু স্ক্রল করলেই আপনারা বই গুলো কেনার লিংকটি পেয়ে যাবেন।

১. ঘরে বসে আয় করুন (Ghore Boshe Aay Korun)

কেমন হয় যুদি কেউ আপনাকে আপনার টেক্সট বই গুলোর সকল সমস্যার সাধানের বই এর মতো একটি গাইড বই এনে আপনার সামনে রেখে দেয় আপনার ফ্রিলান্সিং শেখার জন্য। যেখানে প্রায় প্রেক্টিকালের মতোই প্রায় সব কিছু বুঝানো হতো।

হ্যাঁ সবার প্রথমে যে বইটি নিয়ে বলবো সেটি হলো ”ঘরে বসে আয় করুন” যার মধ্যে আপনি আপনার সমস্ত প্রশেন্জর জবাব পাবেন। বইটি যথেষ্ঠ প্রেক্টিকাল করা চেষ্টা করা হয়েছে। আর তাই বইটিতি পুরে দেওয়া হয়েছে আসংখ্য ইনফো গ্রাফিক। যার সাহায্যে একজন লারনার খুব সহজেই বড় বড় বিষয়গুলো বুঝতে পারবে।

বইটি লিখেছে জয়িতা ব্যানার্জী। এ বইটিকে হাবলুদের বইও বলা হয়। কারণ এ বইটি তাদে জন্য তৈরি যারা ফ্রিলান্সিং সম্পর্কে সঠিক ভাবে কিছুই জানে না তবে শিখতে প্রবল আগ্রহি।

অবশ্য এখানে হাবলু জয়িতা নিজেকে বলেছে। কারণ জয়িতা ব্যানার্জি ফ্রিলান্সিং এর পথে হাতার সময় অনেক সমস্যার সম্মক্ষিণ হয়েছে। আর শুরুতে যেতেহু জয়িতা কিছুই জানতো না তাই সে অনেক ভুল করেছে।

তবে এখন সে একজন সফল ফ্রিলান্সার হয়ে উঠেছে। আর সে এ বইটির মাধ্যমে একেবারে নিজের মতো করে ফ্রিলান্সিং সম্পর্কে বলেছে।

বইটি মাধ্যমে আপনি একটা আসাধারণ অভিজ্ঞতা হবে। আর আপনি এ বইটি পড়ার পড় নিজে ইনকাশ শুরু করে দিতে পারবেন।

ঘরে বসে আয় করুন বইটিতে আপনার যা যা দেখতে পাবেণ:

ঘরে বসে আয় যে স্কিল গুলো নিয়ে কথা বলা হয়েছে:
  • ডিজিটাল মার্কেটিং
  • গ্রাফিক ডিজাইন
  • ডাটা এন্ট্রি
  • ড্রপ শিপিং
ঘরে বসে আয় বইটিতে যা যা আছে:
  • বেসিক থেকে একেবারে এডভান্স পযন্ত ফ্রিলান্সিং সম্পর্কে ধাপে ধাপে ব্যখ্যা
  • আপনার ডিজারভিং স্কিল বাছাই এর কৈশল
  • ফ্রিলান্সিং এর বিভিন্ন সেক্টর এর শেখার আসল উপায়
  • রোডম্যাপ করার পয়েন্ট
  • প্রডাক্ট ম্যানেজমেন্ট এর ফ্রিলান্সিং কমিউনিকেশন সম্পর্কে বিস্তারিত
  • ভিডিও এডিটিং থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং শেখার সুযোগ
ঘরে বসে আয় বইটি যাদের জন্য লেখা হয়েছে:
  • যারা ফ্রিলান্সিং সম্পর্কে কিছুই তেমন জানে না তবে ফ্রিলান্সিং শিখতে আগ্রহি
  • যারা গাইডলাইনের অভাবে নিজের কাজ শুরু করতে ভয় পাচ্ছে বা শাহস পাচ্ছে না শুরু করার
  • ফ্রিলান্সিয় সম্পর্কে যারা ঠিক ভাবে জানেন না আর হাজারটা ভুল ধারণা নিয়ে বসে আছে
  • নিজের স্কিল চোজ করতে পারছে না
  • স্কিল সম্পর্কে একদমি জানে না
  • যার মার্কেটপ্লেস গুলোতে কাজ পায় না
  • যার মার্কেটপ্লেস এবং পেমেন্ট ম্যাথোড সম্পর্কে বুঝে না
  • যারা ফ্রিলান্সিং এ পোডাক্ট ম্যানেজমেন্ট বুঝেনা বা করতে পাবেনা
  • যার নিজের ফিনানসিয়ার অবস্থার পরিবর্তন আনতে চায় ফ্রিলান্সিং এর মাধ্যমে
ঘরে বসে আয় বইটি যে সমস্যার সমাধান দিবে:
  • যে কোনো বয়সের মানুষ এ বইটি পড়ে ফ্রিলান্সিং শিখতে পারবে
  • যার ফ্রিলান্সিং এর জগতে শুরুর পথে আছে তাদের শেখার পথ সহজ করবে
  • বইয়ে বিভিন্ন সফ্টওয়ার নিয়ে আলোচনা করা হয়েছে কাজ সহজ করার জন্য
  • যারা চাকরী করবে না ফ্রিলান্সিং করবে এমন গোলমেলে অবস্থায় আছেন তাদের পথ দেখাবে
  • বহুল প্রচরিত ফ্রিলান্সিং সেক্টরগুলে সম্পর্কে বলা আছে যে গুলো তে আপনি আপনার ক্যারিয়ার গরতে পারবেন

আসলে আমি বইটি সম্পর্কে জানার পর বইটি খুজে বের করে ৩০০ টাকাদিয়ে কিনে নেই আর বইটি পড়ি। আসলেই বইটির লেখক যে অঙ্গিকার করেছে তা সত্যিই রেখেছে। যারা এখন একেবারে শুরুরুদিকে আছে ফ্রিলান্সিং জগতের তাদের জন্য অতুলনিয় বাছাই।

ঘরে বসে আয় বইটি কেনার লিংক:

চিন্তার কিছুই নেই আপনার টাকা স্কেমারের হাতে যাবে না। কারণ এমার লিস্টে রাখা বই গুলো সব বাংলাদেশের পপুলার বইশপ রকমারি থেকে দেওয়। সুতরাং নিশ্চিন্তে বই পাশ্চেজ করতে পারবেন।

আমি জয়িতা ব্যানার্জি রবি 10 মিনিট স্কুলে রাখা কোর্সটি করেছি। আসাধারণ গাইডলাইন তৈরি করেছে জয়িতা ব্যানার্জি। চাইলে আপনারাও কোর্সটি কিনে করে নিতে পারবেন। তবে এ বইটিতেও যথেষ্ঠ বলেছে জয়িতা ব্যানার্জি।

২. ওয়েব ডিজাইন শিখে ডলার আয় (Web design sikhe dollar aay)

ওয়েব ডিজাইন শিখে ডলার আয় (Web design sikhe dollar aay) বইটি লিখেছে ফ্রিলান্সার নাসিম। আমরা আনেকেই তাকে খূব ভালো করেই চিনি। কারণ তার ইউটিউবে একটি চ্যানেল আছে যেখানে সে ফ্রিলান্সিং এর বিভিন্ন বিষয়ে ভিডিও করে থাকে। আর তছারা সে তার ভয়েস ভিডিও মেক করে থাকে।

ফ্রিলান্সার নাসিম একজন ওয়েব ডেবোলপার। ধরতে গেলে সে অনেকটাই সফল ফ্রিলান্সার। খুব কম ফ্রিলান্সারই ওর স্থানে পৈছাতে পারে।

নবম শেণী থেকে সে ফ্রিলান্সিং শুরু করে। আর খুব অল্প সময়েই বেশ ভালে একজন ফ্রিলান্সারে পরিচিতি পায়।

এ বইটিতে নাসিম তার একটি রিয়েল প্রযেক্ট এর আঙ্গিকে লিখেছে। একেবারে লাইভ কাজ করে দেখানো যাকে বলে। তার ভুল তার প্রতিটি পদক্ষেপ সে এখানে তুলে ধরেছে।

ওয়েব ডিজাইন শিখে ডলার আয় বইটিতে আপনার যা যা দেখতে পাবেন:

  • একটি রিয়েল প্রজেক্টর নমুনা
  • প্রজেক্টএর সম্পর্কে বিস্তারিত
  • বায়ারের বিস্তারিত
  • যেভাবে বায়ার বা ক্লায়েন্ট এর সঙ্গে যোগাযোগ হলো
  • প্রযেক্টে বিট করা ও প্রোপোজাল লেটার লেখা
  • বায়ারকে প্রথম যেটা লিখে মেসেজ দিয়েছিলাম

উপরের টপিক গুলো হলো নাসিম এর নিজের প্রত্যক্ষ করা বা সে প্রজেক্টটি করার সময় সে যে যে স্টেপ নিয়ছিল তার একটি তারিকা। যখন আপনি নিজে কোনো কাজ করবেন তখন আপনার সামনেও কিছু এমন আসবে। অথ্যৎ আপনাকেও বায়ারের সাথে এভাবেই কথা বলতে হবে।

লাইভ করা এ পজেক্টটির মাধ্যমে আপনি আনেক কিছুই জানতে পারবেন।

ওয়েব ডিজাইন শিখে ডলার আয় বইটি থেকে যা যা শিথতে পারবেন:
  • ওয়েব সাইট এর বিস্তারিত
  • ওয়েব সাইট ডিজাইন
  • ওয়েব সাইট ডিজাইনার হওয়ার ক্ষেত্রে যা যা জানতে হয়
  • ওয়েব সাইট ডিজাইনের জন্য যে সব স্কিল প্রয়োজন
  • ওয়েব সাইট তৈরিতে যা যা ব্যবহৃত হয়
  • স্টাটিক ওয়েব সাইট এবং ডাইনামিও ওয়েব সাইট
  • এইটটি এম এল
  • সি এস এস
  • জাভাস্কিপ্ট
  • এইচটি এম এল ট্যাগ
  • অডিও ভিডিও এম্বেডিং
  • প্রত্যেকটি বিষয়ের উপর ব্যখ্যা

বইটির মাধ্যমে আপনার পেয়ে যাবেন এটা খুব ভালো ধারণা। এর এ বইটিতে প্রত্যেকটি স্টেপের স্ক্রিনসট দেওয়া হয়েছে। প্রতেকটি কমোনিকেশন এবং পদক্ষেপ এর। আর শেষদিক দিয়ে নাসিম লিখেছে সম্পূর্ণ ওয়েব ডেবোলপমেন্ট এর ব্যাপারে। যা থেকে আপনার খুব সহজেই ওয়েব ডেবোলপমেন্ট শিখে নিতে পারবেন।

ওয়েব ডিজাইন শিখে ডলার আয় বইটি কেনার লিংক:

বইটি কিনতে আপনার খরচ হবে ৩০০ টাকা। কিন্তু আপনি এ বইটির সাহায্যে ওবেয়ব ডিজাইন শিখেনিতে পারবেন খুব সহজেই।

৩. SEO শিখুন অনলাইনে আয় করুন (SEO online a aay)

যারা আনলাইন থেকে আয় করত চায় ফ্রিলান্সিং করে এবং প্রায় আনেকটাই জানে এ সেক্টর সম্পর্কে  এ বইটা তাজের জন্য অতুলনিয় উপকারি হবে। আপনি যুদি বিগেইনার হয়ে থাকেন তবে এ বইটি আপনার বোঝার ক্ষেত্রে আনেকটাই ঝামেলার হতে পারে।

বইটি লিখেছেন আব্দুল কাদের। আর বইটির সম্পর্কে ২০৭ টি রেটিংস আর ১০২ টি রিভিউ আছে। বইতে আছে পূর্ণাঙ্গ রুপে SEO শেখা এবং অনলাইনে আয় এর উপর ১০০ টি HD বাংলা ভিডিও টিউটোরিয়াল।

এখানে একটা মজার বিষয় হলো লেখক আব্দুল কাদের প্রতি নিয়ত বইটিকে আপডেট করতে থাকেন। আর এখন আপনারা যে ভার্সন দেখছেন তা এর সর্বশেষ আপডেটের পরের ভার্সন ।

SEO শিখুন বইটিতে যে যে বিষয় আপনারা পেয়ে যাবেন:

আনপেইজ অপ্টিমাইজেশন এর ক্ষেত্রে:
  • কিওয়ার্ড রিসার্স ফ্রি এবয় পেইড উভই
  • পুরো অনপেইজ অপ্টিমাইজেশন এর আউট লাইন
  • বিভিন্ন প্লাগিন সম্পর্কে ধারণা এবং এদের ইউজ
  • পেক্টিকাল আর্টিকেল বা কন্টেন্ট অপটিমাইজেশন
  • গুগল সার্চ কনসোল
  • রোবট টেক্সট
  • রিডাইরেকশন
  • ইউ আর এল সম্পর্কিত ব্যাপক আলোচনা
  • গুগল এনালাইটিক
অফপেইজ অপ্টিমাইজেশন এর ক্ষেত্রে:
  • গুগলের বাছাই পদ্বতি
  • অফপেইজ অপ্টিমাইজেশন
  • লিংক ফ্লো
  • নো ফলো ডু ফলো রিংক
  • সোশ্যাল বুক মার্কিং
  • স্পেমিং
  • ফোরাম পোস্টিং
  • ফোরাম সাইট খুজে বের করা
  • আইপি, প্রক্সি, ভিপিএন
  • ওয়েব 2.0
  • লিংক বিল্ডিং
  • ইনফো গ্রাফিক
  • ব্রোকেন লিংক
  • পি বি এন সম্পর্কে বিস্তারিত
SEO শিখুন অনলাইনে আয় করুন বইটি আপনাকে জানবে:
  • অনলাইনে চাকরী এবং ব্যাবসার ধরণ
  • অনলাইনে আয়ের পদ্বতি
  • ফ্রিলান্সিং কিভাবে করবেন
  • ফ্রিলান্সিং এবং পেমেন্ট সম্পর্কিত সমস্যার সমাধান
  • এগুলো ছারও থাকছে আরও অনেক কিছুই

বইটি সত্যিই অনেক ভালো। আমি নিজে বইটি কিনে পড়েছি। অসাধারণ ভাবে প্রত্যেকটা ভিডিওতে ব্যাখ্যা করেছে আব্দুল কাদের ভই।

SEO শিখুন অনলাইনে আয় করুন বইটি কেনার লিংক:

৪. এডবি ফটোশপ সিসি (Adobe Photoshop CC)

ফ্রিল্যান্সিং শেখার বই

এডবি ফটেশপ সিসি হাসান জুবাইয়েরে লেখা একটি বই। বইটির রেটিংস হলো ১২০ আর রিভিউ ৫১। এ বইটি হলো তাদের জন্য যারা গ্রাফিক ডিজাইনে আগ্রহি বা যাদের মনোযোগ গ্রাফিক ডিজাইন দিয়ে ফ্রিলান্সিং জগতে ক্যারিয়ার গরা।

বইটির রেটিস আসলে খুবি ভালো। যারা ইতোমধ্যে বইটি কিনেছে এবং গ্রাফিক শিখেছে তারা এ বইটিই সাজেস্ট করে যারা বিগেইনার তাদের।

বইটিতে ফ্রিলান্সিং সম্পর্কে কিছু বলেনি। তবে গ্রাফিক ডিজাইনও ফ্রিলান্সিং ক্যারিয়ার গরাতে অতুলনিয় একটি বাছাই।

এডবি ফটোশপ সিসি বইটিতে পেয়ে যাবেন:

এ কোর্সটি সম্পূর্ণ নতুন ভার্সন এডবি ফটোশপ সিসি ২০২১ দিয়ে তৈরি করা। প্রত্যেকটি টিউটোরিয়ালে ডিউরেশন  যথেষ্ঠ বূদ্বি করা হয়েছে আর নিভুল করে তুলা হয়েছে। আর এখানে সাউন্ড কোয়ালিটি নিয়ে তেমন সমস্যা হবে না কারণ এ ভিডিওগুলো সম্পূর্ণ তাদের স্টুডিওতে রেকোর্ড করা হয়েছে।

টিইটোরিয়াগ গুলো এইট ডি এবং সাউন্ড কোয়ালিটি ক্রিস্টাল ক্লিয়ার।

এডবি ফটোশপ সিসি যে বিষয় গুলো কভার আছে:
  • গ্রাভিক ডিজাইন
  • ওয়েব ডিজাইন
  • ফটোগ্রাফি
  • ভিডিও প্রডাকশন
  • থ্রিডি টেক্সচার আর্ট
  • টুডি অ্যানিমেশন
  • মোশন গ্রাফিক
  • এবং আরও আনেকে
আনলাইনে যে কাজ গুলো করতে পারবেন এ কোর্স করে:
  • ফটো রিটাচ
  • ব্যাকগ্রাউন্ড রিমুভ
  • ম্যাসুপুলেশন
  • কভার ডিজাইন
  • কমপ্লেক্স মাস্কিং
  • প্রডাক্ট ডিজাইন
  • আইকন ডিজাইন
  • ফ্ল্যাশ প্রেজেন্টেশন
  • কোর্পোরেট আইডেন্টি ক্রিয়েশণ
  • ইন্ডাস্টিয়াল ডিজাইন
  • মাল্টিমিডিয়া অ্যানিমেশন
  • ফটো ও ইমেজ এডিটিং
  • ইনফোগ্রাফিক ডিজাইন ইত্যাদি
  • এ কোর্সে লেখক কি কি রেখেছে:
এডবি ফটোশপ সিসি বইটিতে যা যা থাকছে এটেচ:
  • ১১০টি এইচডি ভিডিও
  • ২০ ঘন্টারচেয়েও বেশী লঙ্গ ভিডিও
  • ২০২১ এডোবি ফটোশপ সিসি ইন্সটেলেশন গাইড

এটি মূলত তেমন কোনো বই না। এ বইটি মূলত একটি কোর্স রিলেটেড বই। এ বইটির সাথে আপনাদেরকে কতগুলো সিডি দেওয়া হবে। আর কোর্স গুলো সেই সিডিতেই থাকবে। বইটির সঙ্গে দেওয়া সিডি গুলোতে দেওয়া হয়েছে আসংখ্য বিষয়ের উপর টিটোরিয়াল।

এডবি ফটোশপ সিসি বইটি কেনার লিংক:

বইটির আসল মূল্য হলো ১৫০০ টাকা। তবে এখন ডিস্কাইন্ট চলছে আপনার এখন কিনলে বইটি ৭৫০ টাকায় পেযে যাবেন।

৫. হাবলুদের ফ্রিল্যান্সিং (Hubluder freelancing)

হাবলুদের ফ্রিল্যান্সিং বইটির লেফিকা হলেন জয়িতা ব্যানার্জি। ইতি পূর্বে আমরা আমাদের প্রথম তালিকাতেই জয়িতা ব্যানার্জির একটি বই নিয়ে আলোচনা করেছি। এতা হলো জয়িতার আরেকটি বই যে জয়িতা শুরুর দিকে লিখেছে। মূলত এ বই হলো তাদের জন্য যারা ফ্রিলান্সিং এর একদম শুরুতে আছে।

মানে যার ফ্রিলান্সিং করে টাকা অনলাই থেকে আয় করা যায় এমনটা জানে কিন্তু এর বেশী আর কিছুই জানেন না তাদের জন্য।

এ বইটির মাধ্যমে জয়িতা শূধু ফ্রিলান্সিং সম্পর্কেই বলেছে তা কিন্তু নয় এখানে জয়িতা ব্যানার্জি বলেছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কেও।

সুতরাং আপনার এখান থেকে একেতো ফ্রিলান্সিং কি? কী ভাবে করে হয়? তা সম্পর্কেও ধারণা হচ্ছে। তার উপর আবার ডিজিটাল মার্কেটিং শেখারও সুযোগ হচ্ছে।

বইটির ব্যাপারে আমি বেশী কিছু বলতে পারবো না কারণ বইটি আমি পড়িনি। আর তাই যাতে আপনাদের বুঝতে সহজ হয় সেই জন্য আমি বইটি সূটিপত্র নিচে দিয়েদিলাম:

হাবলুদের ফ্রিল্যান্সিং বইটির সূটিপত্র:

  • হাবলুর মাথায় ফ্রিলান্সিং এর ভূত
  • শুরুর আগে গল্প
  • কিভাবে শুরু করবেন
  • ফ্রিলান্সিং এর ভূত ও ভবিষ্যত
  • হাবলুর রিসার্চ
  • হাবলু করবে নিজেকে প্রোমোট
  • হাবলু করবে ডিজিটাল মার্কেটিং
  • ডিজিটাল মার্কেটিং কি এবং কেন জরুরী
  • সোস্যাল মিডিয়া মার্কেটিং
  • হাবলু বানাবে ফ্রিল্যান্সিং প্রোফাইল
  • কিভাবে বুঝবো কি শিখতে হবে
  • ফ্রিল্যান্সিং এর নতুন ধারা
  • আমার ফ্রিলান্সিং এর গল্প

আপনারা চাইলে বইটি পড়ে দেখতে পারবেন। বিষেশ করে যারা একেবারে শুরুর ‍দিকে আছে তাদের জন্য আমি এ বইটি সাজেস্ট করবো।

হাবলুদের ফ্রিল্যান্সিং বইটি কেনার লিংক:

বইটির আসল মূল্য ১৮০ টাকা তবে এখন কিনলে আপনারা বইটি পেয়ে যাবেন মাত্র ১৪৪ টাকায় কারণ এখন ডিসকাউন্ট চলছে।

৬. ফাইভারে ফ্রিলান্সিং (Fiverr a freelancing)

ফাইভার ফ্রিল্যান্সিং বইটি মূলত তাদের জন্য যারা ফ্রিলান্সিং সম্পর্কে আনেকটা জানেন এবং টুকটাক করে থাকে।ফাইভার ফ্রিলান্সিং বইটি লিখেছে ফ্রিলান্সার ফয়সার মোস্তফা। বইটি সম্পর্কে তেমন কিছুই বলেননি ফয়সাল মোস্তফা।

বইটির রিভিউ ৫ আর রেটিংস হলো ৮। বইটি আমি নিজে পড়ে দেখিনি তাই আমি এর বিষযে বেশী বলিনি।

তবে বইটি রিভিউ দেখে বইটি যথেষ্ঠ ভালো মনে হয়েছে আমার। তবে বইটি সম্পর্কে সামারিতে খানিক বলেছেন ফয়সাল মোস্তফা।

ফাইভারে ফ্রিলান্সিং বইটিতে তুলে ধরা হয়েছে:

  • ফাইবার সম্পর্কে বিস্তারিত
  • কিভাবে গিগ তৈরি করলে ঠিক হবে
  • কি ভাগে গিগ তৈরি করলে গিগ র‌্যাঙ্ক করবে
  • কি করলে সেল বাড়বে
  • কিছু ফ্রিলান্সারদের সফলতার গল্প

বইটি লেখন নিজের অবিঙ্গতার আলোকে লিখেছেন। তিন ফাইবার মার্কেটপ্লেসে জয়িন করার পর কি কি সমস্যায় পরেছেন। কী ভাবে তার সমাধান করেছেন এবং কোথা থেকে সাহায্য নিয়েছেন এই সাব বিষয় নিয়ে বইটি লিখেছেন।

অবশ্য বইটির মধ্যে একটা বিষয় যার কারনে একটু মন্দ রিভিউ উঠেচে সেটি হলো এখানে প্রায় আনেকটা অংশ জুরে সফলতার গল্প দেওয়া হয়েছে।

তবে যুদি আপানি ফাইভার দিয়ে নিজের ফ্রিলান্সিং ক্যারিয়ার শুরু করতে চান তবে আপনার জন্য এ বইটি অল্প হলেও ভালো হবে।

ফাইভারে ফ্রিলান্সিং বইটি কেনার লিংক:

বইটির মূল্য হলো ২৫০ টাকা। বইটি আপনারা চাইলে কিনে পরতে পারেন ফাইভার মার্কেটপ্লেস সম্পর্কে। এর কমিউনিটি সম্পর্কে বুঝে নিতে পারবে এর সাথি নিজেকে যুক্ত করার আগে।

আরও পড়ুন আমাদের সাইট থেকে

Please Wait

Wait Wait Then Copy Your Code

TSP9004U
  • Facebook
  • Twitter
  • Linkedin
This div height required for enabling the sticky sidebar
Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views :